You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > সাঘাটায় ঘুর্ণিঝড়ে বাড়ি-ঘর, গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি। নিহত-১ -আহত ৩

সাঘাটায় ঘুর্ণিঝড়ে বাড়ি-ঘর, গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি। নিহত-১ -আহত ৩

Share

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সাঘাটা উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিম কোণ থেকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় চলাকালীন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে কৃষক আরমান আলী (৫৫) ভয়ে জমি থেকে বাড়ি ফেরার সময় বাড়ির অদুরে পড়ে গিয়ে হার্ডএটাকে নিহত হয়েছে। কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের চাপায় পড়ে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০)নামে তিনজন মহিলা গুরুতর আহত হয়েছে। আহত গীতা রাণী, রেশমা ও জুলেখা বেগমকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়,এছাড়াও বিভিন্ন গ্রামের বেশ কিছু টিনের ঘর পড়েগেছে, অসংখ্য গাছ-পালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে। এছাড়াও কৃষকের উঠতি পাট, পাকাধান ও পাকা কাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a Reply

Top