You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভিজে পৌর শহীদ স্মৃতি একাডেমি ১৬ব্যাচের একমুঠো আহার বিতরণ।

লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভিজে পৌর শহীদ স্মৃতি একাডেমি ১৬ব্যাচের একমুঠো আহার বিতরণ।

Share

 

“একমুঠো আহার” সবারে মুখে জুটবে হাসি এ উদ্দিপনায় লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি ২০১৬সালের এসএসসি ব্যাচের খাবার বিতরণ।

মঙ্গলবার (১১মে) পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যাচের সদস্যরা খাবার বিতরণ করেন।এ সময় তাদের সহপাঠীরা উপস্থিত ছিলেন।গত বছরের ন্যায় তারাও এবারও তারা এ আয়োজন করে। এ সময় প্রায় ১৭০জন দরিদ্র ও পথযাত্রীদের মাঝে খাবার বিতরণ করেন।প্রচুর বৃষ্টিতে তাদের কার্যক্রম বিঘ্ন ঘটলেও তারা মোটরসাইকেল দিয়ে পদক্ষীণ করে।

উদ্দেশ্য সমাজের নিম্ন শ্রেণী মানুষজন অভাবের কারণে ভালো খাবার খেতে পারে না,এ প্রেক্ষিতে তারা সেই মানুষগুলোর মাঝে আহার তুলে দেওয়ার চেষ্টা করেন।
সকলের সংশ্লিষ্ট সহযোগিতায় তারা আগামীতে বড়সড় আয়োজনের কথা করার জন্য প্রতিষ্ঠানের সকলের প্রতি তারা আহবান করেন।

Leave a Reply

Top