You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব জর্জ(এমপি)

পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব জর্জ(এমপি)

Share

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি)। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন বছর সব রোগ-শোক-জরা-গ্লানি ঝেড়ে ফেলে সুখী-সমৃদ্ধ জাতি গঠনে নতুন বছর দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে।

মঙ্গলবার নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই প্রত্যাশা ব্যক্ত করেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

তিনি বলেন, বাংলা নববর্ষ একান্তই আমাদের জাতিসত্ত্বার অংশ। বাঙালির জীবনে বছরে একবারই আসে এমনদিন। আমাদের বর্ষবরণের বড় বৈশিষ্ট্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক।

ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন
নববর্ষ এসেছে এমন এক সময়ে যখন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ মহামারি হিসেবে দেখা দেয়া করোনা ভাইরাসের সংক্রমণ, বিস্তার ও মৃত্যু নিয়ে আতঙ্কিত। পরিণতি এতটাই ভয়াবহ যে, ঘরের বাইরে বের হওয়ার পথ হয়ে গেছে রুদ্ধ কারণ তা ঝুঁকিপূর্ণ। এই আতঙ্কময় কোভিড-১৯ এর কবল থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে নিজ ঘর থেকেই সৃষ্টি কর্তার অনুগ্রহ প্রার্থনা করুন।

Leave a Reply

Top