বাগেরহাটে প্রতিষ্ঠিত হল “বাগেরহাট ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন” Share-তামান্না আলম তন্বী বাগেরহাট প্রতিনিধি দক্ষিণ অঞ্চলের ভেটেরিনারি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে প্রতিষ্ঠিত হল “বাগেরহাট ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন”। বাগেরহাট ভেটেরিনারি স্টুডেন্টস’এসোসিয়েশন এর প্রতিষ্ঠা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নাজমুল ইসলাম অনিক (ঝিসভেক) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাবির সালেহীন দ্বীপ্র (গবি)। বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন এর মহাসচিব কৃষিবিদ মোল্লা হাবিবুর রহমান হাবিব এর সার্বিক দিকনির্দেশনায় গত ৬ এপ্রিল ২০২১ ইং তারিখে কেন্দ্রীয় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর সভাপতি ইমতিয়াজ আবির ও সাধারণ সম্পাদক রতন রহমান এই কমিটির অনুমোদন দেয়। বাগেরহাট ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন প্রতিষ্ঠার মূল কারণ বাগেরহাট জেলার ভেটেরিনারি শিক্ষার প্রসার, উন্নয়ন, কোয়াক মুক্ত ভেটেরিনারি পেশা তৈরি, ফ্রী মেডিকেল ক্যাম্পিং, জেলার সকল খামারিকে বায়োসেফটি সম্পর্কে ধারণা ও সহায়তা প্রদান করে প্রাণী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে সম্পর্কে অবগত করন। বাগেরহাট ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম অনিক বলেন, ” বাগেরহাট জেলা ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট জেলায় প্রাণী সেবার মান উন্নয়ন হবে এবং সকল জন সাধারণ উপকৃত হবে।” বাগেরহাট জেলা ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাবির সালেহীন দ্বীপ্র বলেন, ” বাগেরহাট জেলা ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাগেরহাট জেলার জন সাধারণ কে আমরা ফ্রী মেডিকেল ক্যাম্পিং, বিভিন্ন সচেতন মূলক আলোচনা সভা করে ভেটেরিনারি সেবার আওতায় আনতে পারবো এবং কোয়াক মুক্ত ভেটেরিনারি পেশা তৈরি করতে পারবো।” কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি- ইভান আহমেদ (পবিপ্রবি) যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ মুজাহিদ হোসেন (বশেমুরবিপ্রবি), কোষাধ্যক্ষ- মোঃ সাকিব হোসেন (রাবি), সাংগঠনিক সম্পাদক- উৎস কর (পবিপ্রবি) সহ সাংগঠনিক সম্পাদক- শাহরিয়ার হোসেন (হামদাবিপ্রবি) দপ্তর সম্পাদক- মোঃ শফিকুল ইসলাম শফিক (বশেমুরবিপ্রবি) প্রচার সম্পাদক- সৈয়দা সিতা) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক- আসমাউল হুসনা (ঝিসভেক)। বিভাগ-খুলনা জেলা-বাগেরহাট