You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > কুষ্টিয়ায় ঢিলেঢালা লকডাউনের নিউজ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শরিফ বিশ্বাস আহত

কুষ্টিয়ায় ঢিলেঢালা লকডাউনের নিউজ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শরিফ বিশ্বাস আহত

Share

কুষ্টিয়া প্রতিনিধি ঃ মোঃ মোমিন ইসলাম

লকডাউনে প্রাইভেটকারের ধাক্কায় চ্যানেল-২৪’র কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস আহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন। তবে তিনি গুরুতর আহত নন বলে জানাগেছে।

গতকাল দুপুরে লকডাউনের সংবাদ সংগ্রহের জন্য মটরসাইকেল যোগে যাওয়ার সময় কুষ্টিয়া শহরের কুমু ফার্মেসীর সামনে এক বেপরোয়া প্রাইভেটকার তার মটরসাইকেলে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে সে ছিটকে পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা সেবা দেয়ার পর বাসায় বিশ্রাম থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেন ।
সাংবাদিক শরিফ বিশ্বাস আপডেট কুষ্টিয়াকে জানান, তিনি এই মুহুর্তে বাসায় রয়েছে। শরীরের হাল্কা ব্যথা রয়েছে তবে তিনি সুস্থ আছেন।

Leave a Reply

Top