You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > সরাইলে ঢিলেঢালা লকডাউন

সরাইলে ঢিলেঢালা লকডাউন

Share

এম মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া)।।

করোনাভাইরাসের বিস্তার রোধের চেষ্টায় সাতদিনের ‘লকডাউনের’ তৃতীয় দিনেও সরাইলে ঢিলেঢালা ভাব ছিল।

সরাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অনেক মানুষের মধ্যে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ মানতে অনীহা দেখা গেছে। মাস্ক ছাড়াই অনেককে চলাফেরা করতে দেখা গেছে।

উপজেলার বাজারগুলোতে ঘুরে দেখা যায়, কাপড়ের দোকান,সেলুন,মোবাইলের দোকান,বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যের শো-রুম খোলা রেখে বেচাকেনা করছে দেদারচ্ছে। এমন কি উপজেলার বিভিন্ন স্থানে খোলা রয়েছে হোটেল রেস্তোরাও। রমজানের জন্য বাড়তি পেঁয়াজ, তৈল,মুড়ি, ছোলা বুট কিনতে বাজারগুলোতে মানুষের আনাগোনা আগের তুলনায় বেশী।

সরাইলের একটি এনজিওর কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,একদিকে গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে আবার অন্যদিকে সরকারী বেসরকারি অফিসও খোলা। যানবাহন নেই বলে আমাদের কষ্টের সীমা নাই।

সরাইল -অরুয়াইল রাস্তা ও সরাইল – নাসিরনগর সড়কে লকডাউন অমান্য করে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ইত্যাদি চলাচল করতে দেখা গেছে।

সরাইল-অরুয়াইল সড়কের অটোরিকশা চালক আব্দুরুপ বলেন,’ ঘরে ভাত নাই। ছেলে- মেয়েরা উপাষ। লকডাউন মানলে ভাত পাব কই?

এদিকে সরকারের লকডাউন নির্দেশনা কার্যকর করতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
বুধবার ( ৭এপ্রিল ) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্হানে মানুষকে সচেতন করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল, সরাইল সার্কেলের এএসপি মো. আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিনামূল্যে মাস্ক বিতরণসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Top