জয়পুরহাটে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বলন Shareজয়পুরহাট প্রতিনিধিঃ ২৫ মার্চ,২১ ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জয়পুরহাটে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত শহীদদের স্মরণ করে কড়ই-কাদিপুর বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা প্রশাসকের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভুঞা,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ ১৯৭১ সালে জেলা সদরের কড়ই-কাদিপুর গ্রামে ৩৭১ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা। সোহেল জয়পুরহাট প্রতিনিধি ০১৯০৭-৪৮১৮৬৫