আজ মুক্তি পাচ্ছেন সাবেক ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া Shareএম মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। দীর্ঘদিন জেল হাজতে থাকার পর ব্রাহ্মণবাড়িয়া জেল থেকে জামিনে ছাড়া পাচ্ছেন মো. শের আলম মিয়া। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। রাজনৈতিক প্রতিহিংসা ও গ্রাম ভিত্তিক দ্বন্দ্বের কারণে একটি মহল গভীর ষড়যন্ত্র করে যুবলীগ নেতা শের আলম মিয়াকে পর পর দুটি হত্যা মামলায় আসামি করেছে। এমন দাবি তার পরিবারের লোকজন সহ রাজনৈতিক অনুসারীদের। পরে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। আজ বুধবার (২৪ মার্চ) বিকেলে শের আলম মিয়া জেল থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন তার আইনজীবী নুরুজ্জামান লস্কর তপু। দুপুরে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু জানান, সকল মামলায় জামিন লাভ করেছেন শের আলম মিয়া। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। উচ্চ আদালত থেকে জামিনের সকল কাগজপত্র ব্রাহ্মণবাড়িয়ায় সংশ্লিষ্ট দফতরে পৌঁছেছে জানিয়ে এই আইনজীবী বলেন, আজ (বুধবার) বিকেলে যেকোনো সময় শের আলম মিয়া জেল হাজত থেকে মুক্তি পাবেন বলে আশা করছি। তাকে ষড়যন্ত্র করে এ মামলাগুলোতে আসামি করা হয়েছে। আমরা এ মামলা লড়ছি; একদিন সবকিছু মিথ্যে বলে প্রমাণিত হবে, ইনশাআল্লাহ। এদিকে যুবলীগ নেতা শের আলম মিয়া একে একে সকল মামলায় জামিন লাভের পর সরাইলে একটি মহলের লোকজনের মাঝে উদ্বেগ উৎকন্ঠা চলছে। নানা রকম গুঞ্জনও চলছে সেই মহলের লোকজনের মাঝে। অপরদিকে হাজারো মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা শের আলম মিয়ার জন্যে; একনজর দেখতে।