You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > কুষ্টিয়া র্যাব কমান্ডার মেজর,গাফফারজ্জামানের বিদায় বেলা ফেসবুক স্টার্টাস ভাইরাল

কুষ্টিয়া র্যাব কমান্ডার মেজর,গাফফারজ্জামানের বিদায় বেলা ফেসবুক স্টার্টাস ভাইরাল

Share

আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী।

গত ৮ ডিসেম্বর আপনাদের শহর কুষ্টিয়ায় RAB KUSHTIA তে কোম্পানী কমান্ডার হিসেবে যোগদান করেছিলাম। দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম। সময়ের হাত ধরে আজ আপনাদের থেকে বিদায় নেবার সময় উপস্থিত হয়েছে। আমি জানি না, আমার উপর অর্পিত দায়িত্ব আমি কতটুকু পালন করতে পেরেছি। তবে এতটুকু বলতে পারি, আমার পক্ষ থেকে চেষ্টার কমতি ছিল না। বিচারের ভার আপনাদের উপর থাকলো।
আমার দায়িত্বকালে আপনারা যে পরিমাণ সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, সেটা আমার হৃদয়ে সবসময় চিরজাগরূক হয়ে থাকবে।
আপনাদের ভালোবাসা আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছে।
আপনাদের আস্থা ও বিশ্বাসের কতটুকু মর্যাদা দিতে পেরেছি জানি না তবে আমি ও আমার টিম চেষ্টা করেছি সকল প্রকার প্রলোভন ও ভয়ভীতির উর্দ্ধে উঠে কাজ করতে।
বিদায় লগ্নে আমি কুষ্টিয়ার সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে হয়তোবা এতটা কঠোর অবস্থান গ্ৰহণ করা সম্ভব হতো না।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সর্বোতভাবে সহযোগিতা করার জন্য।

প্রমত্তা পদ্মার ঢেউ ভেঙে হয়তোবা পাড়ি দেবে শতশত নৌকা, গড়াই তীরের বাঁধ জুড়ে জমবে তরুনদের কোলাহল। লালন শাহের মাজার মুখরিত হবে স্বর্গীয় সংগীতের মূর্ছনায়। মজমপুর থেকে ত্রিমোহোনী, শহরের ব্যস্ত সড়ক জুড়ে হাজার মানুষের কোলাহলে মুখরিত হবে এই ভালোবাসার শহর কুষ্টিয়া। করোনার ভয়াল কালো মেঘ কেটে উঁকি দেবে নতুন দিনের সুর্য। সেদিন হয়তোবা আপনাদের পাশে থেকে সেবা করার জন্য নতুন কোন কমান্ডার ঘুরে বেড়াবেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

আপনারা ভালো থাকবেন।
আপনাদের RAB KUSHTIA এর উপর আস্থা রাখবেন। সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন।

আমি সবসময় আপনাদের সেবক হয়ে কাজ করতে চেষ্টা করেছি। এরপরও আমার দায়িত্বকালে আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন কর্মস্থলে আরো ভালোভাবে এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।

মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মাতৃভুমির সেবা করার এবং সকল প্রকার অন্যায় ও অপরাধের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা দান করেন।

আল্লাহ হাফেজ।

মেজর গাফফার
কোম্পানী কমান্ডার
ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১
RAB 12, Kushtia

Leave a Reply

Top