You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > কুষ্টিয়া র্যাব ১২ অধিনায়ক মেজর গফরুজ্জামান এর সাথে ভালোবাসার কুষ্টিয়া নিউজ ফেসবুক গ্রুপের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়া র্যাব ১২ অধিনায়ক মেজর গফরুজ্জামান এর সাথে ভালোবাসার কুষ্টিয়া নিউজ ফেসবুক গ্রুপের সৌজন্য সাক্ষাৎ

Share

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যবাহী শহর সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া,আর এই কুষ্টিয়া তে রয়েছে নামকরা কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। কুষ্টিয়া তে গড়ে উঠেছে বিভিন্ন পর্যটক কেন্দ্র দূরদূরান্ত থেকে ঘুরতে আসে অসংখ্য মানুষ মুগ্ধ হয় কুষ্টিয়া শহরের ঐতিহ্য দেখে।

কুষ্টিয়া তে রয়েছে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ফকির লালন
সাইজি, মীর মশাররফ হোসেন, কাঙাল
হরিনাথ, বাঘাযতীন, সহ আরো অনেকে,।

ভালোবাসার কুষ্টিয়া নিউজ এর প্রথম যাত্রা শুরু করে ১৫ মে ২০১৫ সালে।এই সময় অল্প কিছু সংখ্যক সদস্য নিয়ে তাদের পথ চলা শুরু হয়।দিনের পর দিন তারা অনেক পরিশ্রম করে গ্রুপটি আজ ৭১,০০০ সদস্যর পরিবারের দাড় করায়।

আমাদের গ্রুপের মাধ্যমে কুষ্টিয়াকে
মানুষের মাঝে তুলে ধরতে চাই এবং
কুষ্টিয়ার ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবগত
করতে চাই এজন্য আমরা দীর্ঘ অনেক বছর
যাবত আমাদের গ্রুপের মাধ্যমে এ সমস্ত
কার্যক্রম চালিয়ে যাচ্ছি।আমাদের
ভালোবাসার কুষ্টিয়া নিউজ গ্রুপ টি হল
জনকল্যাণমূলক একটি ফেসবুক গ্রুপ আমাদের
গ্রুপের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের
সেবা পেয়ে থাকে।গত কয়েক মাস আগে
আমাদের গ্রুপের মাধ্যমে আমরা একটি
উদ্যোগ নি সেটা হলো মহাবিশ্ব যখন
মহামারী করোনা ভাইরাসে প্রাদুর্ভাব
ঘটে ছিল সে সময় আমরা কুষ্টিয়া শহরে
বিভিন্ন অলিতে-গলিতে কিছু খাবার
সামগ্রী বিতরণ করি।এবং কুষ্টিয়া কে
সুন্দর ভাবে সাজাতে আমরা আমাদের
কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি আমাদের
গ্রুপের মাধ্যমে।
আমাদের জন্মভূমি কুষ্টিয়াতে আমরা চাই
কুষ্টিয়া কে ফুলের মতো করে
সাজাতেকুষ্টিয়া কে সুন্দর এবং মাদকমুক্ত
করতে চাই।

এই সময় উপস্তিত ছিলেন ভালোবাসার কুষ্টিয়া নিউজ গ্রুপের ইমন,জয়,রাহুল,জুয়েল,মোমিন,খালিদ,শাকিল,হারুন,

Leave a Reply

Top