গৌরনদীতে জেলা পুলিশের উদ্যেগে জনসচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ Shareকরোনার দ্বিতীয়তীয় দফা প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারনা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ নাইমুল হক। বরিশাল জেলার গৌরনদী মডেল থানার উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলার টরকী বন্দরে এ জনসচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়। ‘আসুন সকলে মাস্ক পড়ি, একে অপরকে সুরক্ষিত রাখি’, ‘মাস্ক ব্যবহার করুন, নিজেকে বাঁচুন, অন্যকে বাঁচান’, ‘মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারনা করা হয় এবং জনসাধারণের মাঝে চার হাজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনসহ থানার পুলিশ সদস্যরা মাস্ক বিতরণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, করোনার প্রকোপ ঠেকাতে শুরু থেকেই পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। বর্তমানে করোনার প্রকোপ বেশ বৃদ্ধি পেয়েছে। যেটাকে করোনার দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ বাংলাদেশেও দেখা দিতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সবাইকে আগেই সতর্ক এবং সচেতন করেছেন। এ বিষয়টি জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এরই অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ এর দিক নির্দেশনায় বরিশাল জেলা পুলিশ করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বরিশালের দশটি উপজেলায় সচেতনতা মূলক প্রচারনা ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।