করোনা ভেক্সিনেশন ক্যাম্পিংয়ে এগিয়ে এসেছে একদল যুব হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সেচ্ছাসেবকরা। Shareগত ১১ ও ১২ মার্চ ২০২১ তারিখে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উইংস প্ল্যাটফর্ম ইয়ুথ সেন্টার চট্টগ্রাম হিম করোনা ভ্যাকসিন ক্যাম্পিংয়ের আয়োজন করে। এই করোনা ভ্যাকসিন ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করে ০৮ জন চট্টগ্রাম ডিভিশনাল হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ইয়ুথ চ্যাম্পিয়নরা। ইতিমধ্যে প্রায় ২৫০ জনকে দোকান, বাসা, রেষ্টুরেন্ট, পার্লারে গিয়ে করোনা ভ্যাকসিনেশনের জন্য আমন্ত্রণ জানায় চ্যাম্পিয়ন গ্রুপ। তাছাড়া, ৩০ জনের বেশি মানুষকে করোনা ভ্যাকসিনেশন রেজিষ্ট্রেশনের কাজ শেষ করেছে হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই ইয়ুথ চ্যাম্পিয়ন সেচ্ছাসেবকরা। এই ক্যাম্পিংটি পরিচালনা করেছেন চট্টগ্রাম ইয়ুথ সেন্টার ফিল্ড ফ্যাসিলিটিটের মোহাম্মদ জাহিদুল ইসলাম আল-আজাদ। ০২ দিনের করোনা ভ্যাকসিনেশন আমন্ত্রণ ক্যাম্পিং শেষে ফিল্ড ফ্যাসিলিটিটের মোহাম্মদ জাহিদুল ইসলাম আল-আজাদ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইয়ুথ চ্যাম্পিয়ন সেচ্ছাসেবক গ্রুপকে ধন্যবাদ জানায়।