দুবাজাইল নৌ পুলিশ ইউনিটের আনন্দ উদযাপন Shareএম মনসুর আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন করে সরাইল উপজেলার দুবাজাইল নৌ পুলিশ ইউনিট। আজ (৭ মার্চ) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল একতা বাজারে উপস্থিত দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়িতে এ আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.মন্তাজ আলী। এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।