You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > প্রেমিকাকে বাঁচাতে গিয়ে প্রেমিকের মৃত্যু

প্রেমিকাকে বাঁচাতে গিয়ে প্রেমিকের মৃত্যু

Share

প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোড়াশাল রেলস্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বিকেলে ওই দুই যুবক-যুবতী ঘোড়াশাল রেলস্টেশনে ঘুরতে আসে। সেখানে তাদের মধ্যে মনমালিন্য হওয়ায় একপর্যায়ে প্রেমিকা নিতু আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে দাঁড়ায়। এ সময় পিছন থেকে ঢাকাগামী এগারোসিন্ধু নামক একটি ট্রেন আসতে দেখে প্রেমিক সাইফুল দৌঁড়ে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Leave a Reply

Top