বাংলাদেশ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
আশাশুনি উপজেলার কপোতাক্ষে ট্রলার ডুবিতে তিন শ্রমিক নিখোঁজের ঘটনায় চারদিন পর আরো এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।এখনো নিখোঁজ রয়েছে এক শ্রমিক। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা একটার পর কুড়িকাওনিয়া লঞ্চঘাট এলাকার গড়ুইমহল খালের যেখানে নৌকাডুবে গিয়েছিল কপোতাক্ষ নদের ঠিক উল্টোপাশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল। উদ্ধার হওয়া নিহত শ্রমিক বকচর গ্রামের মৃত. ফজলে সানার ছেলে শফিকুল সানা। এর আগে গতকাল বৃহস্পতিবার উদ্ধার হয় বাবর আলীর মরদেহ। অপর এক নিখোঁজ শ্রমিকরা হলেন পুইজালা গ্রামের মৃত. মানিক মোড়লের ছেলে আজিজ মোড়ল। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা চারদিনে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে শফিকুলের লাশ উদ্ধার করেহয়। গতকাল বৃহস্পতিবার বাবর আলীর লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। এই নিয়ে তিন শ্রমিকের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করাহয়েছে। এখনো এক শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি । সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. তারেক হাসান জানান, শফিকুল নামের আরো একজন শ্রমিকের মরদেহ আমরা উদ্ধার করেছি। এখনো এক শ্রমিক নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাওনিয়া ভাঙন এলাকায় আম্পানে ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে কাজ করছিলেন ১০-১২ জন শ্রমিক। একপাশ থেকে অন্যপাশে ট্রলারযোগে যাওয়ার সময় ভাটার তিব্র টানে ট্রলারটি ডুবে যায়। তখন বাকিরা উদ্ধার হলেও তিন শ্রমিক নিখোঁজ হন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে এডিএমকে প্রধান করে তদন্ত টিম গঠন করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।