You are here
Home > বাংলাদেশ > জেলার সংবাদ > হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হলো ১৪ মাস পর

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হলো ১৪ মাস পর

Share

কুষ্টিয়ার কুমারখালীতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হলো ১৪ মাস পর। ফোনের মালিক নুসরাত ইসলাম সোনা বাদী হয়ে ০৭-০১-২০২০ সালে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে কুমারখালী থানার সেকেন্ড অফিসার এস আই শরিফুল ইসলাম শরিফ এর সার্বিক তত্বাবধানে কুমারখালী থানার এ এস আই মনিরুল ইসলাম মনির এর নেতৃত্বে ফোনের আই এম ই আই নাম্বার ট্যাকিং করে এই হারিয়ে যাওয়া ফোনটি আজ মঙ্গলবার উদ্ধার করা হয়। ফোনটি উদ্ধার শেষে মূল মালিক কে ফোনটি ফেরত দেওয়া হয়।

এই সময় ফোনের মূল মালিক নুসরাত ইসলাম সোনা কুমারখালী থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

Top