You are here
Home > বাংলাদেশ > বরিশালে প্রতিবন্ধীদের সেবা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বরিশালে প্রতিবন্ধীদের সেবা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Share

বরিশালে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। রবিবার সকালে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর হল রুমে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

বরিশাল প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাঃ গাজী শামসুল আলম এর সভাপতিত্বে জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট কতৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আঞ্চলিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা ও সুরক্ষা বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Top