বাংলাদেশ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
লক্ষ্মীপুরে গত দু দিন ধরে জেগে বসেছে প্রচন্ড শীত।শৈত্যপ্রবাহের এমন পরিস্থিতি বিগত বছরগুলো থেকে ভিন্নতর। তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। দৈনিক দিনমজুরদের বেশি কষ্ট প্রহাতে হচ্ছে। জেলা শহরে প্রধান প্রধান সড়কে গাড়ী চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে,এদিকে ভোলা-মজুচৌধুরীর ফেরী পারাপার ভোর থেকে বন্ধ রয়েছে বলে জানা যায়।
সোমবার(১৮ জানুয়ারি) ভোর থেকে জেলা শহরে তাপমাত্রা ১৫° সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিস থেকে জানা যায় আগামী এক সপ্তাহ নাগাদ এমন আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি।
প্রকৃতির এমন পরিস্থিতি পথেঘাটের মানুষদের দূর্ভিশহ দিন যাপন করতে হয়েছে।কাজে ফিরতে অনেকটা হিমশিম খাচ্ছে শ্রমজীবি মানুষ।
অন্যদিকে জেলা প্রশাসক থেকে দরিদ্র অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর উপহার সরূপ কম্বল বিতরণ কার্যক্রম প্রদান করা হচ্ছে।
লক্ষ্মীপুরের রামগতি, কমলনগরনহ উপকূলীয় এলাকার মানুষদের অবস্থা অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতার্থ মানুষদের সাহায্যের জন্য কাজ করছে সামাজিক সংগঠনসহ সরকারী প্রতিষ্ঠান