বাংলাদেশ ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে এস এম হানিফ অাওয়ামীলীগ থেকে মনোনয় পাওয়ায় অাজ শনিবার বিকেলে অাওয়ামীলীগের নেতা কর্মী নিয়ে মাদারীপর ৩ সংসদ সদস্য ড,অাবদুস সোবাহান গোলাপের পিতা মাতার কবর জিয়ারত করেন।এ সময় তাকে মসস্তফাপুর থেকে হাজার হাজার নেতা কর্মী মটর সাইকেল ও গাড়ী বহর করে জয়বাংলা শ্লোগান দিয়ে বরন করে নিয়ে অাসেন।এ সময় সড়কের দুই পাশে হাজারও উৎসক জনতা ফুলের মালা দিয়ে তাদের প্রানের নেতাকে স্বাগত জানায়।কবর জিয়ারত শেষে কালকিনি উপজেলা অাওয়ামীলীগ অফিসে নেতা কর্মী ও জনতার উদ্দেশ্য এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদ সাবেক উপজেলা চেয়ামান তৌফিকুজ্জান শাহিন,কালকিনি উপজেলা চেয়ারমান মীর গোলাম ফারুক,উপজেলা অাওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অাওলাদ হোসেন মাস্টার,কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুগদার,পৌর অাওয়ামীলীগের সভাপতি এডভোকেট অাবুল বাশার,উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিমু ,উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ এডভোকেট ওবায়দুর রহমান শোহেল তালুগদার,কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এডভোকেট ফয়সাল অাহমেদ রিয়াদ,উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজালাল হাওলাদার,উপজেলা যুবলীগের সভাপতি মনির হাওলাদার,পৌরসভা সভাপতি জাপান মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান,সাধারন সম্পাদক শাহিন ফকির,প্রমুখ।