You are here
Home > বাংলাদেশ > জাল ভোট দিতে এসে দুই কিশোর আটক

জাল ভোট দিতে এসে দুই কিশোর আটক

Share

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক হয়েছে দুই কিশোর। জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা আটক হয়েছে বলে জানা গেছে।

কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮ নং নির্বাচনী কেন্দ্রের ৬ নং বুথে ভোট দিতে গিয়ে তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল
(১৬) জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে
গিয়ে আটক হয়েছে। ৬ নং বুথের দায়িত্বে থাকা
সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল
জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক
হয়েছে। ভোট গ্রহণ শেষে তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top