You are here
Home > বাংলাদেশ > কালকিনিতে মাঠ দিবসে নিরাপদ সবজী গ্রাম ঘোষনা করলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন

কালকিনিতে মাঠ দিবসে নিরাপদ সবজী গ্রাম ঘোষনা করলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন

Share

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন এবং কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালাই সরদারেরচর গ্রামকে নিরাপদ সবজী গ্রাম ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী কমিশন ভূমী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, ইউপি সদস্য বাদল বিশ্বাস ও মোঃ রেজাউল করিম প্রমুখ।

Top