ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল – পাকশিমুল বহুমূখী কল্যাণ সমিতির কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল – পাকশিমুল বহুমূখী কল্যাণ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) দুপুরে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল – পাকশিমুল বহুমূখী কল্যাণ সমিতির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এর সভাপতিত্বে ও উক্ত সমিতির সেক্রেটারী রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন এড. কামরুজ্জামান আনসারী। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক প্রিন্সিপাল মু. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভুইয়া, শিক্ষক ও লেখক মো. আব্দুর রহিম পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাওছার আলম, অবসর প্রাপ্ত শিক্ষক বেনীমাধব রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর মাহমুদ, গাজী মো.বোরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে দেড় শতাধিক দরিদ্র, অসহায়, পঙ্গু, ছিন্নমুল ও ভাসমান শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো খুশি হন।