You are here
Home > বাংলাদেশ > জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

Share

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল ৩০ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা পুলিশ লাইন প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এক জমকালো বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ জাহাংগীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, পিপিএম কেও বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-০৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, সংরক্ষিত মহিলা সাংসদ আঞ্জুম সুলতানা সীমা, বাঞ্চারামপুর-সরাইল সংরক্ষিত মহিলা সাংসদ শিউলী আজাদ, কুমিল্লা জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, এনএসআই ও জিডিএফআই সহ সরকারি বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ৩ পুলিশ কর্মকর্তাদের জেলা পুলিশ বিভাগ, জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসোসিয়েশন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

Top