২০২৮ সালের মধ্যে মার্কিন অর্থনীতিকে টপকে যাবে চীন

একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন হবে ২০২৮ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ।
যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) বলেছে যে কোভিড -১৯ এর চীনের “দক্ষ” ব্যবস্থাপনা আগামী বছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় তার তুলনামূলক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলবে।
কোভিড-১৯ এ বিশ্বে প্রথম আক্রান্ত দেশ চীন। চীন দ্রুত এবং দক্ষ পদক্ষেপের মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণ করে। চীন ইউরোপের দেশগুলোর মতো দ্বিতীয়বারের মতো লকডাউনে যেতে হয়নি। চীনের এই সাফল্যের কারণে ২০২০ সালে অর্থনৈতিক মন্দা এড়াতে পেরেছে। অপর দিকে মার্কিন অর্থনীতি মহামারির কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।
প্রতিবছরের ২৬ ডিসেম্বর বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষণ প্রকাশ করে সিইবিআর। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মহামারি পুনরুদ্ধারের পরে মার্কিন অর্থনীতি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রবৃদ্ধি ১.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে, তার পরের বছরগুলোতে প্রবৃদ্ধি ১.৬ শতাংশ হয়ে যাবে। অপরদিকে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ বৃদ্ধি পাবে ২০২৫ সাল পর্যন্ত। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক প্রবৃদ্ধি হবে গড়ে ৪.৫ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে চীনের অংশীদারত্ব ২০০০ সালে ৩.৬ শতাংশ ছিল, বর্তমানে বেড়ে হয়েছে ১৭.৮ শতাংশ। ২০২৩ সালের মধ্যে চীন একটি ‘উচ্চ-আয়ের অর্থনীতি’ হয়ে উঠবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।