You are here
Home > বাংলাদেশ > কালিশিমুলের দানা মিয়া করোনায় আক্রান্ত

কালিশিমুলের দানা মিয়া করোনায় আক্রান্ত

Share

সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের পূর্বপাড়ার সুরুজ মিয়ার ছেলে দানা মিয়া (৩৩) করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন রেফেরাল সেন্টারের রিপোর্ট থেকে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দানা মিয়া পেশায় একজন কৃষক। আগামীকাল দুবাই যাওয়ার কথা ছিলো তার। করোনার কারণে দুবাই যেতে পারবে না জেনে পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে। বর্তমানে দানা মিয়া নিজ বাড়িতে কোয়ারান্টাইনে আছে।

Top