You are here
Home > বাংলাদেশ > মধ্যরাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

মধ্যরাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

Share

এখন পৌষ মাস। শীত জেকে বসেছে। এই শীতে চটের বস্তা ময়লা পুরনো পাতলা কাপড় দিয়ে শীত নিবারণের চেষ্টায় বরিশালের ভাসমান ছিন্নমূল মানুষরা।

তাদের অসহায়ত্বকে দূর করে দিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে ছিন্নমূল, দুস্থ ও দরিদ্র মানুষের জন্য আগত শীতের কম্বল বিতরণ করেন।

রাতে সড়কের পাশে ঘুমন্ত অবস্থায় থাকা এক বয়স্ক ব্যাক্তীর গায়ে কম্বল জড়িয়ে দিতেই উষ্ণতায় হেসে উঠেন তিনি।

শহরের বরিশাল লঞ্চঘাট এবং নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে প্রায় ১ হাজার শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এ কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও জেলাপ্রশাসক তার চলতি পথে ভাসমান শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া প্রার্থনা করেন।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামানসহ সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসএনডিসির সদস্যরা।

এ বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে ঐশ্বরিক প্রশান্তি লেগেছে। সবচেয়ে বড় কথা আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আসা কম্বল বিতরণ করলাম। আশাকরি এবার শীতে ভাসমান মানুষদের খুব সমস্যা হবে না। প্রয়োজন হলে ভবিষ্যতে আরো কম্বল বিতরণ করা হবে

Top