You are here
Home > বাংলাদেশ > কুষ্টিয়া তে ইট টানা গাড়ীর চাপায় প্রাণ গেল ১ শিশুর

কুষ্টিয়া তে ইট টানা গাড়ীর চাপায় প্রাণ গেল ১ শিশুর

Share

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইট টানা গাড়ী চাপায় ১০ বছরের শিশুর মৃত্যু এবং অপর শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। নিহত শিশুটি বৃহস্পতিবার সকালে বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে বাইসাইকেলে খেলার সময় ইট টানা গাড়ী চাপা দিয়ে চালক পালিয়ে যায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, নন্দলালপুর ইউনিয়নের বাঁখই ইসলামপুর গ্রামের নয়নের ছেলে হৃদয় (১০) ও ফজলুর ছেলে সবুজ (৯) বাইকেলে খেলা করার সময় ইটটানা গাড়ি নিয়ে রবিউল শেখের ছেলে আজিজুল শেখ (২১) তাদের চাপা দিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। আহত শিশুদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে হৃদয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা নেবার পথে মারা যায়। এবং অপর শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থাও আশংকাজনক।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, সকালে গাড়ি চাপা দেবার পর শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেবার এক পর্যায়ে ঢাকা নেবার পথে বিকেলের দিকে মারা গেছে। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

Top