বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Share
সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা- বরিশাল মহাসড়কের বার্থী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , ফয়সাল সরদার মোটরসাইকেলে করে ভূরঘাটার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে বরিশাল নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মৃত্যুবরণ করেন।
গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক মোঃ মনির জানান, নিহতের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কসবা সরদার বাড়ি। ফয়সাল সরদার এলাকার ছালেক সরদারের ছেলে।
চাপা দেয়া অজ্ঞাত ঐ ট্রাক এখনো আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত ও ড্রাইভার আটকের জোড় চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।