You are here
Home > বাংলাদেশ > বরিশালে বিজয় দিবস উদযাপিত

বরিশালে বিজয় দিবস উদযাপিত

Share

শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। এরপর সকাল সাড়ে ছয়টা থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজি ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

অপরদিকে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার। এরপর আলোচনা সভা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল নয়টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে চিরন্তন মুজিব ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বরিশাল নগরীসহ জেলায় প্রতিটি উপজেলায় র‍্যালীসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারটায় গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। র‍্যালীতে গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদিন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

Top