আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে ৪৯তম বিজয় দিবস উদযাপন

সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ বুধবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৬.৩৩ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কলেজ অডিটোরিয়ামে শুরু হয় বিজয় দিবসের আলোচনা সভা। আলোচনার শুরুতে কোরআন ও গীতাংশ পাঠ করা হয়। কলেজের অধ্যক্ষ মো.মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক ও সাংবাদিক রেহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিংবডির সভাপতি এডভোকেট কামরুজ্জামান আনসারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন, ক্ষুধা, বঞ্চনা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে এসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দীন ভুইয়া, উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা,অরুয়াইল ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান,অরুয়াইল ইউপির বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া,প্রভাষক আব্দুল বারিক সিকদার, গভর্নিংবডির সদস্য হাবিবুর রহমান,হাজী আবু তালেব,এড.শফিকুল ইসলাম গাজী,গাজী মো.বোরহান উদ্দিন,প্রভাষক মো.গোলজার হোসেন, প্রভাষক মোহাম্মদ এলাই মিয়া,বিদ্যোৎসাহী সদস্য বাবু বেনীমাধব রায়,প্রভাষক কাউছার আলম,প্রভাষক লিটন সরকার,প্রভাষক মোহাম্মদ শাহআলম,প্রভাষক কুহিনুর বেগম, প্রভাষক আ:হাকিম,প্রভাষক আক্তার হোসেন,প্রভাষক মো.আনোয়ার হোসেন, প্রভাষক লাইলা সিরাজ,কাজী আবদুল হামিম,প্রভাষক মানিক মিয়া
বাবু গোপাল গোপ প্রমুখ।