জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ৫০ তম মহান বিজয় দিবস। বুধবার ভোর ৬ টা ৪০ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।
দিবসটি উপলক্ষে শহরের কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন,জেলা প্রশাসক শরীফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন,জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।