You are here
Home > বাংলাদেশ > ইবি প্রশাসনের ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানান ভুল

ইবি প্রশাসনের ব্যানারে বঙ্গবন্ধুর নামের বানান ভুল

Share

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তৈরি করা ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল করতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দুইটি ব্যানারে শেখ মুজিবুর রহমানের নামের বানান ‘মজিবুর’ লিখতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা গেছে, গত শুক্রবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দু’পাশে দুটি ব্যানার টানানো হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকা ও শিক্ষক-শিক্ষার্থী সমাগম কম হওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়নি কারও। তবে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সমাগম হলে বিষয়টি অনেকের দৃষ্টিগোচর হয় এবং পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ ও গ্রুপে এই নামের বানান ভুল সম্বলিত পোস্ট দিতে দেখা যায়। এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যানার খুলে বানান সংশোধনের জন্য নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এসেও যদি বঙ্গবন্ধু’র নামের বানানে ভুল দেখতে হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর সাথে অন্যকোন স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে। কারণ অতীতেও এরকম ভুল দেখা গেছে। প্রশাসনের উচিত এর সাথে জড়িত সবাইকে কঠোর শাস্তির আওতায় আনা।”

বিষয়টি কার দায়িত্বে ছিল বা কত টাকা বাজেট হয়েছে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন বিষয়টি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন করার জন্য সাবেক ভিসি স্যার কমিটি করে দিয়েছিলেন। তবে কাজটি কে করেছে বা বাজেট কত এটা অর্থ ও হিসাব শাখার প্রধান (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যাহ ভাল জানেন।

এ বিষয়ে অর্থ ও হিসাব শাখার প্রধান (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যাহর কাছে জানতে চাইলে তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানান।

Top