You are here
Home > বাংলাদেশ > পাবনার ফরিদপুরের ধানুয়াঘাটাতে জেলা ছাত্রলীগ নেতার বাড়ি এখন চিকনাই নদীর মধ্যে

পাবনার ফরিদপুরের ধানুয়াঘাটাতে জেলা ছাত্রলীগ নেতার বাড়ি এখন চিকনাই নদীর মধ্যে

Share

দেশের বিভিন্ন জায়গায় নদী থেকে অবৈধ বালি উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে, তাতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাজার হাজার পরিবার।

ঠিক সেই মুহূর্তে গতকাল ১৩/১২/২০২০ ইং তারিখে পাবনার ফরিদপুর উপজেলার, হাদল ইউনিয়নের ধানুয়াঘাটাতে চিকনাই নদী থেকে সরকারিভাবে বালি উত্তোলনের কারনে পাবনা জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য শুভ সাহার বাড়িটা বর্তমানে চিকনাই নদীর মধ্য ঢুকে পড়েছে।
পাবনা জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য শুভ সাহার পিতা সুনিল সাহা জানান,
কালিবাড়ির যায়গায় তাদের বসতি।
বাসার নিচ থেকে বালি উত্তোলনের ফলে ৩/৪ বছরে নদী ভাঙতে ভাঙতে কালিবাড়ির যায়গায় চলে আসে।
তার পর তাদের থাকার আশ্রয়স্থল নিজ বাড়িটাও নদীর মধ্যে ঢুকে পড়েছে।
এ ব্যাপারে পাবনা জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য শুভ সাহার সাথে কথা হলে তিনি এই দুর্দিনে পাবনা জেলা ছাত্রলীগ পরিবার সহ পাবনার জনপ্রতিনিধি ও সরকারী আমলাদের পাশে থাকার জন্য আহবান জানান।
ছাত্রলীগ নেতারা বলেন যেখানে বাংলাদেশে বর্তমান অবস্থিত রোহিংগাদের জন্য নিরাপদ বাসস্থান দেয়া হচ্ছে।
সেখানে আমাদের জন্য ও যেনো সরকারী সুযোগ সুবিধা পাওয়া যায়

Top