কালকিনিতে মেয়র প্রার্থীর গণসংযোগ ও বিশাল মিছিল

আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধার সন্তান সোহেল রানা মিঠুর নেতৃত্বে কালকিনি পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার লোক নিয়ে কালকিনি মাছ বাজার থেকে ভূরঘাটা পৌর বাস ষ্ট্যান্ড হয়ে গণসংযোগ ও বিশাল মিছিল করা হয়েছে।
আজ রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জন সমর্থনে গণসংযোগ ও মিছিলসহ প্রার্থীর বাস ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান হাওলাদার,পৌর-আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন,কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আলম রিশাদ,কলেজ ছাত্রলীগের সভাপতি রনি প্রমুখ।