ছিনতাইকারী মুক্ত নিরাপদ রাজশাহী নগরী চাই

সূর্য পশ্চিমে অস্ত যেতে না যেতেই যেন নগরীর অলিতে-গলিতে ফাঁদ পেতে বসলেন ছিনতাইকারীরা।
রাত একটু গভীর হতেই যেন হামলার পরিকল্পনা। কোন অবস্থায় কোথাও একা পেয়ে বসলেই যেন আর কোন ছাড় নেই পথচারী সাধারণের।
রাজশাহী নগরীর শান্তিপ্রিয় মানুষের যেন এক অশান্তির কারন হয়ে দাঁড়িয়েছে এই ছিনতাই। দিন দুপুরে রাতের আধারে একা পেয়ে বসলেই পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগ, পার্সসহ গুরুত্বপূর্ণ কোন কিছুই যেন আর নিরাপদ নয়।
রাস্তায় বের হলেই যেন এক ধরনের আতংক।
সড়কে ওঁৎ পেতে থেকে কখনো পথচারীদের মোবাইল নিয়ে উধাও,যেন ছোঁ মেরে নিয়েই হারিয়ে গেল।
সাম্প্রতিক রাস্তায় দাঁড়িয়ে মুঠোফোন বের করা মাত্রই পেছন থেকে রিক্সায় করে একদল লোক এসে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল,কিন্তু সফল হলো না। পক্ষান্তরে অতিদ্রুত চলে যাওয়ায় তাদের ধরা সম্ভব হলো না।
এছাড়াও দিনে দুপুরে একা পেলেই ছুরি চাকু নিয়ে হাজির তারা। এমনকি,রাজশাহী রেইল স্টেশানে কোন যাত্রী ট্রেনে বসে ফোন বের করে সামনে নিলেই যেন পাখির চোখে উধাও ফোন।
এমনই না জানা অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই শান্তি প্রিয় নগরীতে।
এমনকি অনেক সময় নানান হুমকির ও আঘাতের মুখোমুখিও হতে হয়।
অনেক সময় থানায় অভিযোগ দিলেও মেলে না কোন সুরহা,সকল পেশাজীবি মানুষই শিকার হচ্ছেন ছিনতাইয়ের।
সমাজে যদি প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে এসব অপরাধ কমতে বাধ্য।
এসব ছিনতাইকারীদের যথাযথ শাস্তির আওতায় আনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফলতি আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।
সব মিলিয়ে, রাজশাহী নগরীর মানুষ চায় এক শান্তি প্রিয় নিরাপদ নগরী। শিক্ষা নগরীখ্যাত রাজশাহীকে ছিনতাই মুক্ত করে সাধারন মানুষের নিরাপদ পথচলা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।
লেখক পরিচিতি
মোঃতামিম সিফাতুল্লাহ
সাংবাদিক,কলামিস্ট
E-mail:-tamim.sifatullah82@gmail.com