You are here
Home > বাংলাদেশ > সরাইলের অরুয়াইল বাজারে মোবাইলের দোকানে চুরি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সরাইলের অরুয়াইল বাজারে মোবাইলের দোকানে চুরি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ

Share

শনিবার (৫ ডিসেম্বর ) দিবাগত রাতে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে ‘মাসুৃম টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টার’র নামের মোবাইল দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুম আহমেদ ভোর নিউজকে জানান,শনিবার (৫ ডিসেম্বর ) দিবাগত রাত ৮টার দিকে দাদার মৃত্যুর সংবাদ শুনে দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে যান তিনি।

সকালে বাজার থেকে ফোনে তার কাছে খবর যায় তার দোকানের সাটার কাটা। দোকান মালিক বাড়ি থেকে এসে দেখেন দোকানের স্যামসাং, অপ্পো, শাওমি, ভিবো, নকিয়া, হুয়াওয়ের ৬টি ব্যান্ডের ৭৮টি নতুন মোবাইল, ক্যাশ থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি গেছে।

এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান।

অরুয়াইল ক্যাম্প ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে ভোরনিউজকে বলেন, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Top