বরিশালে মুক্তিযোদ্ধা জাবেদ ছালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা জাবেদ ছালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।
শুক্রবার জুম্মাবাদ উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল প্রাইমারি স্কুলের মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান নেতৃত্বে গৌরনদী মডেল থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজা নামাযে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাঢ়ী, খান শামছুল হক, মোঃ নুরুল ইসলাম মিঞা, আব্দুল হালিম সরদার, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, স্বেচ্ছাবেকলীগের সভাপতি মোঃ ফারুক বেপারীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জাবেদ ছালাম (৬৭) বৃহস্পতিবার রাত ৮টার সময় ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।