You are here
Home > বাংলাদেশ > বরিশালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনের কারাদণ্ড 

বরিশালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনের কারাদণ্ড 

Share

বরিশাল জেলার হিজলা উপজেলার চর দুর্গাপুর লঞ্চ ঘাট এলাকায় নদী পাড়ের মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৪ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, কিছুদিন ধরে অসাধু চক্র হিজলা উপজেলাধীন নদীতে জেগে উঠা চরে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। মেঘনা নদীর চর দুর্গাপুর লঞ্চ ঘাট এর পূর্ব পাসে জেগে উঠা চরে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ০১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, হিজলা উপজেলা সংলগ্ন চর গুলোতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে গতকাল ঘটনাস্থলে মাটি কাটার দায়ে আসামিদের কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Top