You are here
Home > বাংলাদেশ > বরিশালে শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ

বরিশালে শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ

Share

বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রের জন্য সহায়ক উপকরণ বিতরণ অনুষ্টান উপলক্ষে এক আলোচনা সভা আজ ৩ ডিসেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত ১০টি শিশু বিকাশ কেন্দ্রের জন্য শিশু একাডেমি বরিশালের আয়োজনে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সাংস্কৃতি জন এসএম ইকবাল, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আল-মামুন তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিশু ও অভিভাবকবৃন্দ।

সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশালের জেলা প্রশাসন কতৃক সহায়ক উপকরণ সিলিং ফ্যান, লাইট, চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

Top