You are here
Home > বাংলাদেশ > বরিশালে নির্মানাধীন ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে নির্মানাধীন ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Share

বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউয়ের ছয়তলার একটি নির্মানাধীন ভবন থেকে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক টাইলস্ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নির্মানাধীন ভবনের মালিক রাশেদ মাহামুদ অপু জানান, সকালে ভবনের নিচতলায় ওই শ্রমিকের লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নূরুল ইসলাম পিপিএম জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, পরিবারের সাথে কথা বলে জানা গেছে, নিহত কুদ্দুস শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Top