গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেলো কিশোরী

Share
বরিশালের গৌরনদীতে সদ্য যোগদানকৃত ইউএনও’র হস্থক্ষেপে বাল্যবিবাহর হাত থেকে রক্ষা পেয়েছে স্নেহলতা হালদার (১৫) নামে এক কিশোরী। স্নেহলতা হালদার স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। সে বার্থী ইউনিয়নের নিরঞ্জন হালদারের মেয়ে।
বার্থী ইউনিয়নে বাল্যবিয়ের একটি খবর শুনে সেখানে যান নবাগত ইউএনও। পরে পরিবারের সদস্যদের বাল্যবিয়ের বিষয়ে আইনগত দিক তুলে ধরা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদাকে সাথে নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়।
স্কুলশিক্ষার্থী স্নেহলতা হালদারের পরিবার অঙ্গিকার করে যে, প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত স্নেহলতা হালদারকে লেখাপড়া শেখাবেন এবং প্রাপ্ত বয়স হলেই বিয়ে দিবেন।