সন্ত্রাসী হামলায় নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী

Share
মোহসিন ফখরিযাদে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান ব্যক্তি, এই ধারণা পশ্চিমা গোয়েন্দা সংস্থার। “ইরানে বোমার জনক” বলে বর্ণনা করা হয় তাকে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে যে, গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফখরিযাদে যে গাড়িটিতে যাচ্ছিল সন্ত্রাসীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়, গুরুতরভাবে আহত হন ফখরিযাদে পরে হাসপাতালে মারা যান।
২০১০ সালের পর ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে।