বরিশালের গৌরনদীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

Share
পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে মেলায় গৌরনদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে উপস্থাপন করে নানা প্রদর্শনী। এসময় স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন- বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে পরিবেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনুপ্রেরিত করে প্রতিভা বিকাশের সুযোগ তৈরীতে সকলকে মনোযোগী হতে হবে।