লেবানন অবৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধতার সুযোগ

Share
লেবাননে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের, বৈধকরণ কার্যকর্ম হাতে নিয়েছে লেবানন সরকার ও বাংলাদেশ দূতাবাস। চলছে পরিক্ষা মূলক কার্যকর্ম।
এখন পরীক্ষামূলক কয়েকটি ফাইল জেনারেল সিকিউরিটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত, বাংলাদেশ দূতাবাস।, সঠিকভাবে বৈধকরণ করা গেলে এ সপ্তাহে বিস্তারিত জানানো হবে।
যারা বৈধ হতে চায়, তাঁরা নতুন কফিলকে (মালিক) নিয়ে লেবানন জেনারেল সিকিউরিটিতে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সাথে তাঁরা বাংলাদেশ দূতাবাসেও যোগাযোগ করতে পারেবে।
তবে, বৈধ হতে জন প্রতি কত টাকা খরচ হবে অথবা পাসপোর্ট ব্যতীত অন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে এখনো কোন তথ্য দেয়নি বাংলাদেশ দূতাবাস।