অধ্যাপক ড. হিমেল বরকত আর নেই

রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ এর ছোট ভাই অধ্যাপক ড. হিমেল বরকত আর নেই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। শনিবার (২১ নভেম্বর) সকালে অনলাইনে ক্লাস নেওয়ার সময় হঠাৎ হার্ট অ্যাটার্ক হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
মরহুমের ভাই সুমেল সারাফাত জানান, রবিবার সন্ধ্যার পর তার ভাইয়ের মরদেহ নিয়ে ঢাকা থেকে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। এরপর সোমবার সকাল ১০টায় সেখানে জানাযা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম হিমেল বরকত মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডাক শ্রমিক পরিচালনা বোর্ডের প্রয়াত ডা. ওলিউল্লাহর কনিষ্ঠ পুত্র। ড. হিমেল বরকত পেশায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তাই পেশাগত কারণে সপরিবারে ঢাকায় বসবাস করছিলেন। অধ্যাপকের পাশাপাশি তিনি একজন কবি, সাহিত্যিক ও গবেষক ছিলেন।