গৌরনদীতে বস্তাবন্দী অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার Shareবরিশাল জেলার গৌরনদীতে অনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার বার্থী ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন একটি খালে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে তৎক্ষণাৎ গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী মডেল থানার ওসি(তদন্ত) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অর্ধগলিত লাশটি অনুমান ৩০ বছরের মহিলা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মহিলাটিকে মেরে কেউ ফেলে যেতে পারে।