You are here
Home > বাংলাদেশ > শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share

ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে কুমার নদে গোসল করতে গিয়ে ডুবে লামিয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার বড়দা গ্রামে ঘটেছে।

সে উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।জানা যায়, দুপুরে সমবয়সী খেলার সাথীদের সাথে বোনের বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়ে হয়। তার সাথে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Top