You are here
Home > বাংলাদেশ > জমি নিয়ে দ্বন্দ্বে ঝিনাইদহে মামাতো ভাইদের ইটের আঘাতে প্রাণ গেল যুবকের

জমি নিয়ে দ্বন্দ্বে ঝিনাইদহে মামাতো ভাইদের ইটের আঘাতে প্রাণ গেল যুবকের

Share

ঝিনাইদহের সদর উপজেলার কাশিমনগর গ্রামে ফারাজের জমি নিয়ে সংঘর্ষে মাথায় ইটের আঘাতে মারাত্বক আহত গোলাম রসুল(৩৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারাগেছে।নিহত গোলাম রসুল কাশিমনগর গ্রামের মাঠপাড়ার মোজাম্মেল হক ভদুর ছেলে।

জানাগেছে,১৫ নভেম্বর রবিবার ইউনিয়নের চুলকানি বাজার(জিয়ানগর) বাজারে কয়েক দফা শালিস হয় বিকালে।সন্ধ্যার পর এক পর্যায়ে গোলাম রসুলের উপর হামলা করে মামাতো ভাই কাদের ও তার ছেলে মাছুম এবং সিরাজ ও তার ছেলে কামরুল।এসময় হামলাকারীদের ইটের আঘাতে মাথায় প্রচন্ড চোট লাগে।তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।অবস্থা মারত্বক দেখে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে সদর হাসপাতালের ডাক্তার।সোমবার দুপুরে ফরিদপুর থেকে তাকে পূণরায় ঢাকায় রেফার্ড করা হয়।ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় পৌছালে পথের মধ্যে মৃত্যু হয় আহত গোলাম রসুলের।

এই বিষয়ে সোমবার ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।মামলা ২৯/১৬-১১-২০২০। ৩ জনের নাম উল্যেখ সহ আরও অজ্ঞাত নামে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার তদন্ত ওসি এমদাদুল হক জানান,জমি নিয়ে দ্বন্দের কারণে রবিবার একটি সংঘর্ষের সময় আহত হয় গোলাম রসুল।তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।আজ সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।এই ঘটনায় ৩ জনের নাম উল্যেখ সহ অজ্ঞাত নামে মামলা রেকর্ড করা হয়েছে।আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Top