You are here
Home > বাংলাদেশ > জয়পুরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

Share

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার(১৫ নভেম্বর) বিকেলে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, , সাবেক জেলা বিএনপির সহ সভাপতি ফজলুর রহমান,আমিনুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সহ সভাপতি আবু রায়হান উজ্জল প্রধান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিক আলম বুলু, সহ সভাপতি শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।

বক্তারা, ২ টি উপ-নির্বাচন পাতানো ও জালিয়াতি উল্লেখ করে পুনরায় নির্বাচনের দাবি জানান। সেই সাথে বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা প্রতাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

Top