মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে মাসব্যাপী নাইট(রাত্রিকালীন)ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া আদর্শ ক্লাবের আয়োজনে ৮ নভেম্বর কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে কাজী পাড়া ইয়ং স্টার ক্রিকেট একাদশ বনাম বিশপুকুর সোনার বাংলা টাইগার ক্রিকেট একাদশ এ দুটি দলের অংশগ্রহণে টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।এরপর পর্যায়ক্রমে টূর্ণামেন্টটির পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।আজ (১২-নভেম্বর)রাতে মহিমাগঞ্জ ভোরের আলো যুব উন্নয়ন ক্লাব বনাম ধর্মপুর ক্রিকেট একাদশের অংশগ্রহণে ৬ষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ বিষয়ে কাজীপাড়া আদর্শ ক্লাবের সভাপতি আবু সাঈদ মকুল বলেন করোনা সংকটে খেলাধূলা চর্চা প্রায় বন্ধ, গোবিন্দগঞ্জে খেলাধূলা চর্চায় ছন্দপতন ঘটেছে তাই মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে কাজীপাড়া আদর্শ ক্লাবের আয়োজনে ম্যাসব্যাপী রাত্রিকালীন ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।এর ফলে যুবকরা দীর্ঘদিন বন্ধ থাকা খেলাধূলা চর্চায় নতুন উদ্যোমে মনোনিবেশ করতে উৎসাহিত পাবে।
টুর্নামেন্টটির পরিচালনা কমিটি আহ্বায়ক কাজী মোঃ হাসিবুর রহমান হাসিব বলেন,আয়োজিত এ টূর্ণামেন্টে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি টিম অংশগ্রহণ করবে,এ টিমগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত যে দুটি টিম টিকে থাকবে তাদের মাঝে আগামী ২৭ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন টূর্ণামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে একটি রঙিন টেলিভিশন প্রদান করা হবে ও রানার্সআপ দলকে একটি মনিটর প্রদান করা হবে।এছাড়াও প্রত্যেক ম্যাচে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হবে এবং প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হচ্ছে।